সোমবার, ০১ জুন ২০২০ দেশে করোনা প্রাদুর্ভাবের কারণে স্থগিত হওয়ার চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনসহ বেশ কয়েকটি সংসদীয় নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কার্যালয়ে বিকাল ৩টায় এই সভা অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস মহামারির কারণে দুই মাস ছুটির পর ইসির ৬৩তম সভাটি অনুষ্ঠিত হচ্ছে। এদিকে ২৯ মার্চ নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে গত ২১ মার্চ ভোটগ্রহণ স্থগিত হয়ে যাওয়ায় চসিক নির্বাচনটির ভবিষ্যতই এখন অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ আইনি বাধ্যবাধকতার কারণে আগামী ৮ আগস্টের মধ্যে নির্বাচন না হলে সে ক্ষেত্রে নতুন তফসিল ঘোষণা করতে হবে নির্বাচন কমিশনকে।
