
প্রকাশ: ২০২০-০৬-০৭ ০৭:৪৩:০২ || আপডেট: ২০২০-০৬-০৭ ০৭:৪৩:০২
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকিরের সহযোগী শরীফ (২৬) নিহত হয়েছেন। পুলিশের দাবি, এ ঘটনায় সদস্য এএসআই আজিজ ও আমির হোসেন নামে পুলিমের দুই সদস্য আহত হয়েছেন।
শনিবার (৬ জুন) রাতে উপজেলার হ্নীলা শালবাগান রোহিঙ্গা শিবির সংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দুইটি দেশীয় তৈরি বন্দুক, সাত রাউন্ড তাজা কার্তুজ ও ৮ রাউন্ড তাজা কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।
নিহত রোহিঙ্গা ডাকাত শরীফ টেকনাফ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের মো. সালামের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, শালবাগান রোহিঙ্গা শিবির সংলগ্ন পাহাড়ে একদল রোহিঙ্গা ডাকাত জড়ো হয়েছেন, এমন গোপন খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গা ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে রোহিঙ্গা ডাকাতের পিছু হটে।
তিনি জানান, পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শরীফ ডাকাতের মরদেহ, দু’টি দেশীয় তৈরি বন্দুক, সাত রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড তাজা কার্তুজের খোসা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের দুই সদস্য এএসআই আজিজ ও আমির হোসেন আহত হন।
এ ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি প্রদীপ।