পাঁচ টাকা না পেয়ে রাজশাহীতে ৭ বছরের ছেলের হাসুয়ার কোপে মায়ের মৃত্যু হয়েছে। নগরীরর দামকুড়া থানার বেড়পাড়া পূর্বপাড়ায় সোমবার সকাল ৯টার দিকে শিশু ফাহিম হাসুয়া দিয়ে কোপ দেয়। এতে মা ফাতেমাতুল তোহুরা (২৫) মৃত্যু হয়।
দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে শিশু ফাহিম বাবা এবং মা দুজনের কাছেই ৫ টাকা চায়। কিন্তু তারা কেউই টাকা দেয়নি। উল্টো তাকে চড় থাপ্পর দিয়ে শাসন করে। এসময় সে ক্ষিপ্ত হয়ে মায়ের বুকে তরকারি কাটার হাসুয়া দিয়ে আঘাত করে। এতে রক্ত বের হতে দেখে সে ভয় পেয়ে ফুপুর বাড়ী চলে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে মা ফাতেমার মৃত্যু হয়।