
প্রকাশ: ২০২০-০৬-১৪ ০৭:২১:৪৯ || আপডেট: ২০২০-০৬-১৪ ০৭:২১:৪৯
রাজু দাশ,চকরিয়া▪
চকরিয়া-পেকুয়ার ১আসনের সাংসদ সদস্য এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এর জম্মদিন পালন করলেন উপজেলা ছাত্রলীগ নেতা মোর্শেদ।
শনিবার (১৩ জুন) চকরিয়া উপজেলা চিরিংগা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মোঃ মোর্শেদ নেতৃত্বে ছাত্র যুবকদের নিয়ে কেক কেটে শুভ জন্মদিন পালন করা হয়।
এ সময় উপজেলা ছাত্রলীগ নেতা মোর্শেদ বলেন, করোনার পরিস্থিতিতে জন্মদিন তার কারণে একটু অন্যরকমভাবেই চকরিয়া- পেকুয়ার এক মহাকাল বিজয়ী মহানায়কের জন্মদিনটি উদযাপন করলাম। যিনি ৬৩ বছর বয়সে ৪৫ বছরের ইতিহাসে ভেঙে নতুন করে রুপে চকরিয়া পেকুয়াকে সাজিয়েছেন। আমরা একজন যোগ্য অভিভাবক পেয়েছি।
এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া এবং প্রিয় নেতা জাফর আলমের দীর্ঘ আয়ু সৃষ্টিকর্তা কাছে প্রার্থনা শেষে কেক কেটে নেতাকর্মীদের মিষ্টিমুখ করানো হয়।