
প্রকাশ: ২০২০-০৬-১৬ ১৭:৩৯:০২ || আপডেট: ২০২০-০৬-১৬ ১৭:৩৯:০২
নিজস্ব প্রতিবেদকঃ
করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে গৃহবন্দী পরিবারের উপার্জনকারী ব্যক্তিটাও। দেশের এমন পরিস্থিতিতে বিকল্প আয়ের উৎস হিসেবে সেলাই মেশিনের মাধ্যমে কাপড় সেলাই করে আর্থিক স্বাবলম্বী হতে পারে নারীরা। রবিবার বাজারঘাটাস্থ নিউমার্কেট এলাকায় কক্সবাজার সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের এমনই ব্যতিক্রমধর্মী একটি উদ্যোগ নিয়ে পোকখালী ও খুরুশকুল ইউনিয়নের প্রশিক্ষণপ্রাপ্ত ২০জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন। দেশের এমন সংকটময় মুহুর্তে পোকখালী ইউনিয়ন ও খুরুশকুল ইউনিয়নের ২০ জন নারী সদস্যরা সেলাই মেশিন হাতে পেয়ে হামিদা তাহেরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস আমাদের দেশেও দিনদিন মহামারী আকার ধারণ করেছে। দেশের এমন সংকটময় মুহুর্তে নারীদের আর্থিক স্বাবলম্বী করতে তাদের হাতে সেলাই মেশিন তুলে দিয়েছি। ধারাবাহিকভাবে এ কার্যক্রম চলমান থাকবে। পুরুষের পাশাপাশি মহিলাদের বিকল্প অায়ের উৎস খোঁজে বের করে নারীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাহলেই যেকোনো সংকটময় মুহুর্তে পরিবারের একটি পক্ষ সহায়ক ভূমিকা রাখতে পারবে।