সাগরবাণী নিউজ ডেস্ক▪
কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) রেজাউল করিম চৌধুরী করোনা ‘পজিটিভ’। কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব হতে ১৭ জুন তাঁর স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিশ্বস্ত সুত্র সিবিএন-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী গত ১৬ জুন কক্সবাজারে তাঁর নিজের ভার্চুয়াল কোর্ট, তাঁর অধীনস্থ বিচারকদের ভার্চুয়াল কোর্ট তদারক ও অন্যান্য দায়িত্ব পালন করছেন। তিনি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে গত ২৫ মার্চ কক্সবাজারে যোগদান করেন। তিনি চট্টগ্রামের বার আওলিয়া গেইটে স্বপরিবারে বসবাস করেন।