
প্রকাশ: ২০২০-০৬-২০ ১০:০১:৩১ || আপডেট: ২০২০-০৬-২০ ১০:০১:৩১
দ্রুত বেগে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা রোধে এখনই সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। কারণ আগের চেয়েও দ্রুতগতিতে বিশ্বজুড়ে বাড়ছে সংক্রমণ। শুক্রবার (১৯ জুন) নিয়মিত সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রেসাস।
তিনি জানান, একদিনে সারাবিশ্বে সর্বোচ্চ সংখ্যক মানুষ সংক্রমিত হয়েছে। দীর্ঘদিন ধরে মানুষ ঘরে বন্দি থাকায় যেমন ক্লান্ত, তেমনি ব্যবসা-বাণিজ্য চালু করতেও আগ্রহী বিশ্বের অধিকাংশ দেশ। তবে লকডাউন তোলার প্রক্রিয়া ধাপে ধাপে এবং পরিকল্পিতভাবে কার্যকর করতে হবে। তা না হলে নতুন করে সংক্রমণ বাড়বে। বেশিরভাগ মানুষই এখনও ঝুঁকির মধ্যে আছে।
তিনি আরও বলেন, বিশ্বে মোট আক্রান্তের অর্ধেকই রয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকায়। এছাড়া দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও বিপুল মানুষ আক্রান্ত হচ্ছে।