
প্রকাশ: ২০২০-০৬-২৪ ১০:২৪:৫৭ || আপডেট: ২০২০-০৬-২৪ ১০:২৪:৫৭
সাগরবাণী ডেস্কঃ মানব ও অর্থ পাচারের অভিযোগে কুয়েতে আটক লক্ষ্মীপুর-২ আসনের আলোচিত সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের ব্যাংক লেনদেনের বিস্তারিত তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
দেশের সব তপশিলি ব্যাংকের কাছে মঙ্গলবার সিআইসি এসংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে পাপুল ছাড়াও তার স্ত্রী সেলিনা ইসলামের ব্যাংক লেনদেনের তথ্যও জানতে চাওয়া হয়েছে। সেলিনা ইসলামও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।