
প্রকাশ: ২০২০-০৬-২৪ ১০:৩২:২২ || আপডেট: ২০২০-০৬-২৪ ১০:৩২:২২
সাগরবাণী ডেস্কঃ
প্রকাশ : ২৪ জুন ২০২০, ১৬:২২ | আপডেট : ২৪ জুন ২০২০, ১৬:২৪
করোনা মহামারির কারণে স্থগিত হয়ে আছে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা। এর মধ্যে পরিস্থিতি উন্নতি সাপেক্ষে বিসিএসের লিখিত পরীক্ষা আগামী নভেম্বরের মধ্যে নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে বয়সসীমা শিথিলের বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ নেয়া হবে বলেও জানান তিনি।
দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয়। এরপর ভাইরাসটির বিস্তার ঠেকাতে গত চারমাসে সরকারি চাকরির কোনো নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়নি।