
প্রকাশ: ২০২০-০৬-২৬ ০৯:২৫:১৪ || আপডেট: ২০২০-০৬-২৬ ০৯:২৫:১৪
সাগরবাণী ডেস্কঃ
বিশ্বের নানা দেশে করোনা প্রতিরোধে কার্যকর উল্লেখ করে যেসব ওষুধের কথা বলা হচ্ছে, সেগুলোর কোনোটাই প্রমানিত নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি দাবি করেছে, বিজ্ঞানীরা এখন পর্যন্ত করোনার প্রতিষেধক কোনো ভ্যাকসিনের কার্যকারিতা প্রমাণ করতে পারেনি। কবে নাগাদ ভ্যাকসিন পাওয়া যাবে, সেই নিশ্চয়তাও তাদের কাছ থেকে পাওয়া যায়নি।
বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান তেত্রোস আধানম গাব্রিয়েসাস বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্টের স্বাস্থ্য কমিটির সঙ্গে ভিডিও কনফারেন্সে আলাপকালে ভ্যাকসিন প্রসঙ্গে এসব কথা বলেন
।