পাতুরানি ঘোষ নামের এই নারী তার গ্রামের একটি পুকুরে বিগত ২০ বছর ধরে বসবাস করছেন। ৬৬ বছর বয়সী এই নারী প্রতিদিন ১৫ থেকে ১৬ ঘণ্টা পুকুরের মধ্যে দাঁড়িয়ে থাকেন। শুধু মাত্র তার ঘুমের চাহিদা পূরণ করার জন্য পানি থেকে তাকে তুলে আনা হয়।
জানা গেছে, এই নারী ১৯৯৯ সালে একটি বিরল রোগে আক্রান্ত হন। এ কারণে সূর্যের আলো লাগলে তার শরীরে জ্বালা-পোড়া শুরু হয়। তাই তিনি পানির সংস্পর্শে থাকলেই স্বস্তি পায়। এ জন্য প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই তিনি পুকুরে চলে যান। সে পানিতে দাঁড়িয়ে থাকেন, অবশ্য পানির উপরে তার মুখ থাকে।
পাতুরানি ঘোষ মতে, পানিতে থাকলে তার শরীরের জ্বালা-পোড়া ভাব কমে যায়। তবে মনরোগ বিশেষজ্ঞদের মতে, পাতুরানির এভাবে সকাল থেকে গভীর রাত পর্যন্ত পানিতে বসে থাকা একটি মানসিক রোগ। সঠিকভাবে চিকিৎসা করলে তাকে সুস্থ জীবনে ফিরে আনা সম্ভব।