
প্রকাশ: ২০২০-০৬-২৮ ১৩:৩০:২২ || আপডেট: ২০২০-০৬-২৮ ১৭:৪০:৫৭
রাজু দাশ,চকরিয়া▪
ভৌগলিক কারণে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত একটি দেশ। বিশ্বব্যাপী এই বিপর্যয় মোকাবেলায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে মাতামুহুরী উপজেলা আওতাধীন বিএম চর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৮ জুন) সকাল ১১ টার দিকে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির চৌধুরীর নির্দেশে বি এম চর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা নিশ্চিত করতে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন, বিএম চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম, হযরত ফাতেমা আর বালিকা আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা কবির হোসেন, বিএম চর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজান উদ্দিন, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক তুনাজিনা আলম লিজা,প্রাক্তন এম ইউপি আলমগীর ও ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন ও আবদুল আল নোমান প্রমূখ।
বি এম চর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরাফাত খান বলেন, প্রতিটি বাড়ির উঠোন সবুজ হয়ে উঠুক এই লক্ষ্য মাস ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি চলবে বলে জানান।