
প্রকাশ: ২০২০-০৭-০৪ ১৫:১৩:০৬ || আপডেট: ২০২০-০৭-০৪ ১৫:১৩:০৬
রাজু দাশ,চকরিয়া▪
মহামারী করোনা ভাইরাসের সংক্রমণে অসহায় হয়ে পড়া কক্সবাজার চকরিয়া ডুলাহাজারা ও খুটাখালী ইউনিয়নের গীতা স্কুলের শিক্ষকদের মাঝে সনাতনী সেবক সংঘ ডুলাহাজারা ইউনিয়ন শাখার উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (৪ জুলাই) বিকাল ৪টা দিকে মালুমঘাট সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে চকরিয়া উপজেলা সনাতনী সেবক সংঘের সার্বিক
সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন
ত্রাণ সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি তপন কান্তি দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘের প্রতিষ্টাতা মনোরঞ্জন দে গনেশ, বাংলাদেশ সনাতনী সেবক সংঘ কক্সবাজার জেলা শাখার সাধারন সম্পাদক সুধীর চন্দ্র দাশ, মালুমঘাট কেন্দ্রীয় হরি মন্দির উন্নয়ন কমিটির সভাপতি দীলিপ চৌধুরী, বাংলাদেশ সনাতনী সেবক সংঘ ডুলাহাজারা ইউনিয়ন শাখার সভাপতি ডা: সুমন নাথ,সহ সভাপতি পলাশ সুশীল,সাবেক সভাপতি মা: বিজয় সুশীল, মাস্টর সমীর দাশ প্রমুখ।
চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ দেশের এই ক্রান্তিকালে দেশের বেশিরভাগ মানুষ কর্মহীন হয়ে পড়েছে কর্মহীন হয়ে পড়েছে চকরিয়া উপজেলা সনাতনী সেবক সংঘের তত্বাবধানে গীতা স্কুলে শিক্ষক। ধারাবাহিকভাবে গীতা স্কুলে শিক্ষকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি আরো জানান, মানবিক দৃষ্টিকোণ থেকে করোনাভাইরাস পরিস্থিতি যতদিন থাকবে ঠিক ততদিন সাধ্যানুযায়ী বাংলাদেশ সনাতনী সেবক সংঘ ক্ষুদ্র প্রচেষ্টা ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।