
প্রকাশ: ২০২০-০৭-০৫ ১৪:১৩:৫১ || আপডেট: ২০২০-০৭-০৫ ১৪:১৩:৫১
সাগরবাণী ডেস্ক▪ মহামারী করোনা পরিস্থিতি ও কক্সবাজার শহরে ভয় নেই জনগণের এদিকে গত ১লা জুলাই থেকে লকডাউন শীতল করার পরপরই কক্সবাজার শহরে যানজট বেহাল অবস্থা হয়ে পড়ে।
কক্সবাজারে লালদিঘীর পাড় থেকে কালুর দোকান পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তায় নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছে।
কক্সবাজার শহর একটি পর্যটন নগরী হিসেবে বিখ্যাত, এরপরও বাজারঘাটা হয়ে শহরে ঢুকলে মনে হয় যেন টমটমের নগরী, রাস্তায় কোনো ফাঁকা জায়গা পাওয়া কঠিন হয়ে যায়।
তারপর মানতেছে না কোন স্বাস্থ্যবিধি নিদের্শনা
এমন যানজট শুধু আজকে নয়, প্রতিনিয়ত এমন যানজট সৃষ্টি হয়। যার কারণে অনেক সময় অপচয় হয়। ছাত্র-ছাত্রীদের স্কুল কলেজে সঠিক সময়ে পৌঁছতে কষ্ট হয়। কক্সবাজারে আসা টুরিস্টরাও সময় বিড়ম্বনার স্বীকার হয়ে আসতেছে সেই অনেক দিন ধরে।
শহরের রাস্তার দুপাশে যে পরিমাণ জায়গা থাকার কথা সেই পরিমাণ জায়গা নেই। রাস্তার ধারণ ক্ষমতার থেকে বেশি গাড়ি চলার কারণে নিয়মিত যানজট সৃষ্টি হয়।
সচেতন মহল মনে করেন, শহরের মধ্যে ভারী যানবাহন, মালামালের গাড়ি ও টমটম চলাচল কমিয়ে এনে আলাদা বাস সার্ভিস চালু করলে কিছুটা হলেও যানজট কমবে।