
প্রকাশ: ২০২০-০৭-০৫ ১৩:৪৯:৩৫ || আপডেট: ২০২০-০৭-০৫ ১৩:৪৯:৩৫
রাজু দাশ,চকরিয়া▪
মুজিববর্ষে অঙ্গীকার পুলিশ হবে জনতার এই শ্লোগানকে সামনে রেখে কক্সবাজার চকরিয়া চিরিংগা ইউনিয়ন পরিষদে (ইউপি) সম্প্রসারিত বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) সকাল ১১টার দিকে চকরিয়া চিরিঙ্গা ইউপি কার্যালয়ে সম্মেলন কক্ষে চেয়ারম্যান জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে এএসপি চকরিয়া সার্কেল কাজী মতিউল ইসলাম বলেন, ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’-এই শ্লোগানকে সামনে রেখে পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দেয়াই হচ্ছে বিট পুলিশিং এর উদ্দেশ্য। প্রতিটি ইউনিয়নে একটি করে বিট পুলিশিং কার্যালয় থাকবে। আর প্রতিটি কার্যালয়ে একজন করে পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
তিনি আরো বলেন, অত্র এলাকার সকল অপরাধ সম্পর্কিত অভিযোগ জনগণকে সাথে নিয়ে বিট পুলিশিং সম্পাদন করবেন।
চিরিঙ্গায় বিট পুলিশিং কার্যালয় উদ্বোধনকালে ইউনিয়ন পরিষদের সকল মেম্বার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।