
প্রকাশ: ২০২০-০৭-১৩ ০৪:৫৮:১৭ || আপডেট: ২০২০-০৭-১৩ ০৪:৫৮:১৭
সাগরবাণী ডেস্ক▪ বরগুনার তালতলী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে, ২৪ ঘন্টায় ইয়াবা, গাজা ও চোলাই মদ সহ দুইজনকে গ্রেফতার করেছে তালতলী থানা পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছ, রোববার(১২ জুলাই) রাত ৮ টায় উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের অঙ্কুজানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে। উপজেলা সমাজ সেবা অফিসের কম্পিউটার অপারোটর, দেবাশীষ রায়(২৫)কে, ২.৫০০ লিটার চোলাই মদ সহ গ্রেফতার করা হয়। এর আগে ইয়াবা ও গাজা সহ মিলন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, তালতলী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে, এসআই আলমোমেনের নেতৃত্বে হুলাটানা গ্রাম থেকে নুরু প্যদার পুত্র মিলনকে ৩০ পিচ ইয়াবা ও দুই পুড়িয়া গাজা সহ গ্রেফতার করা হয়। এবং রাত ৮ টায় অঙ্কুজানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে। এস আই সরোয়ারের নেতৃত্বে, উপজেলা সমাজ সেবা অফিসের কম্পিউটার অপারোটর দেবাশীষ রায়(২৫)কে, ২.৫০০ লিটার চোলাই মদ সহ গ্রেফতার করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের নামে মামলা হয়েছে