
প্রকাশ: ২০২০-০৭-১৫ ১৮:২৩:২৯ || আপডেট: ২০২০-০৭-১৫ ১৮:২৩:২৯
রাজু দাশ, চকরিয়া▪
কক্সবাজার চকরিয়া মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বি এম চর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরহাদুল ইসলাম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জিহাদ ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলা ছাত্রলীগের সভাপতি/ সম্পাদক স্বাক্ষরিত কমিটি এক বছের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদনের পরে পুরো ইউনিয়ন জুড়ে আনন্দের বন্যা বয়ে গেছে।
স্থানীয় নেতাকর্মীরা জানায়, ফরহাদুল ইসলাম এবং জিসাদ শুধু ছাত্রলীগের রাজনীতি করেনা। এলাকায় অনেক জনকল্যাণকর এবং সমাজসেবামূলক অবদান রয়েছে তারা সে ছাত্রলীগের পরিক্ষীত কর্মী। অনেকদিন পর দুজন সত্যিকারের সংগঠককে নির্বাচিত করে কমিটি গঠিত হওয়ায় ছাত্রলীগে প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে।
নব গঠিত বি এম চর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরহাদুল ইসলাম বলেন, যোগ্যতা বিবেচনা করে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের দিয়ে এই কমিটি ঘোষণা করায় মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দীন বেলাল উনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি জাতির জনকের আদর্শকে বুকে ধারণ করে সর্বদা প্রফুল্লচিত্তে কাজ করে যাব। বি এম চর ইউনিয়ন ছাত্রলীগকে একটি আদর্শ, সুশৃঙ্খল ও মডেল ইউনিট হিসেবে গড়ে তুলব। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।