
প্রকাশ: ২০২০-০৭-১৭ ১৭:০৮:১০ || আপডেট: ২০২০-০৭-১৭ ১৭:০৮:১০
বিশেষ প্রতিবেদক▪ কক্সবাজারের পেকুয়ায় সামাজিকভাবে প্রতিষ্টিত মসজিদকে মৌলভী আবুল হোছাইন নিজের সম্পদ দাবী করে মসজিদ কমিটির সভাপতি ফরিদুল আলমকে কামড় দিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১.৪৫ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মিঠাব্যাপারি পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
এঘটনায় আহত ফরিদুল আলম(৬০) একই এলাকার মৃত হাজী জাফর আলমের ছেলে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
হামলাকারী মৌলভী আবুল হোছাইন সদর ইউনিয়নের মিঠাব্যাপারি পাড়ার মৃত ফয়েজ আহমেদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুমার নামাজ আদায়ের পর মৌলভী আবুল হোছাইন মসজিদটি তার নিজের সম্পত্তি দাবী করে মারমুখি আচরণ করলে তার প্রতিবাদ জানালে কমিটির সভাপতি ফরিদুল আলমকে ধাক্কা দিয়ে মাঠিতে ফেলে সে ও তার ছেলে মিনহাজ কামড়াতে থাকে। তখন উপস্থিত মুসুল্লিরা এগিয়ে এসে ফরিদুল আলমকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মসজিদ কমিটির সেক্রেটারী হারুনুর রশিদ বলেন মৌলভী আবুল হোছাইন বিগত কয়েকমাস ধরে সামাজিকভাবে প্রতিষ্টিত মসজিদটি তার নিজের প্রতিষ্টিত দাবী করে হয়রানী করে আসছে আমাদের।এর ধারাবাহিকতায় মসজিদে জুমার নামাজের শেষে মসজিদ তার নিজের সম্পদ দাবী করে অকথ্য গালিগালাজ করতে থাকলে সভাপতি ফরিদুল আলম এর প্রতিবাদ জানালে তাকে অতর্কিতভাবে ধাক্কা দিয়ে মাঠিতে ফেলে আবুল হোছাইন ও তার ছেলে মিনহাজ কামড়িয়ে আহত করে।পরে আমরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা হাসপাতালে ভর্তি করেছি।আমরা মৌলভী আবুল হোছাইনের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল আজম বলেন, ঘটনার বিষয়ে শুনেছি।তবে লিখিত অভিযোগ হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।