জানা গেছে, মোহাম্মদ সেলিম নামের এক প্রবাসী করোনা আক্রান্ত হওয়ার পর ভর্তি হয়েছিলেন নগরীর পাঁচলাইশ মোড়ের এই পার্কভিউ হসপিটালে। দীর্ঘ ১২ দিন করোনার সাথে লড়াই করে শুক্রবার রাতে মৃত্যুবরণ করেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ ১২ দিনের বিলের রশিদ করেন ৬ লাখ ৫৭ হাজার ৫১৩ টাকার।
বিলের কপিতে ১২ দিনে সিট ভাড়া হিসাবে উল্লেখ আছে ১৩২৫০০ টাকা। সিট ভাড়ার সাথে পরে যুক্ত হয়েছে আরো ২০ শতাংশ সার্ভিস চার্জ। এছাড়াও দুইবারে অক্সিজেন ফি ২০৮৩০০ টাকা এবং সর্বসাকূল্যে সার্ভিস চার্জ ১১৬২৫৩ টাকা সহ মোট ৬৫৭৫১৩ টাকা বিলে উল্লেখ করে।
পার্কভিউ হসপিটালের এমন গলাকাটা বিল দেখে ক্ষুব্দ প্রতিক্রিয়া প্রকাশ করেন রোগীর আত্মীয়স্বজনরা। রোগীর আত্মীয় কাইসার হামিদ বলেন, বিল দেওয়ার সময় ওইখানে আমি উপস্থিত ছিলাম। আমরা এতোগুলো টাকা দিয়ে একটা লাশ বুঝে নিলাম।
এদিকে পার্কভিউ হাসপাতালের বিলের কপি ইতিমধ্যে ফেসবুকেও ছড়িয়ে পড়েছে। নূরুল আজিম রনি তার ফেসবুকে লিখেন, পার্কভিউ হসপিটাল নাকি হোটেল? কক্সবাজারের Royal Tulip Resort এর Studio Room এর ভাড়া বর্তমানে সর্বসাকুল্যে দৈনিক ৮০০০ টাকার মতো। অন্যদিকে নগরীর পাঁচলাইশে পার্ক ভিউ হসপিটালে শুধু ১২ দিনের বেড চার্জ হচ্ছে ১৩২০০০ টাকা + ২০% সার্ভিস চার্জ = ১৫৮০০০ টাকা। (বিলের বাকি সব বাদ দিলাম)তিনি লিখেন, জামায়াতিরা এখন আবাসিক হোটেল ব্যবসা ছেড়ে ক্লিনিককে হোটেল ব্যবসা বানিয়েছে। চিকিৎসার নামে চলা এসব অবৈধ হোটেল ব্যবসা থেকে আবার টু পাইস খাচ্ছে আমাদের দলের কথিত খালাতো ভাইয়েরা।