আবুল বাশার বলেন, আমি সবসময় ভালো কাজটাই করতে চাইবো। স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে এনে দেশের মুখ এবং প্রধানমন্ত্রীর মুখ উজ্জ্বল করতে চাই। আমার বিশ্বাস আপনারা সবাই আমাকে এই নতুন যাত্রায় সহযোগিতা করবেন।
আজ শনিবার (২৫ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
নানা অনিয়মের অভিযোগে বিতর্কিত স্বাস্থ্য অধিদফতরের ডিজি আবুল কালাম আজাদের পদত্যাগের পর ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়। রিজেন্ট, জেকেজি ও সাহাবুদ্দিন মেডিকেল কেলেঙ্কারির ঘটনায় নানা মহলের সমালোচনার মুখে পরে গত মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন বিতর্কিত ডিজি আজাদ।
এমন বিপর্যয়ের মুখে পড়া স্বাস্থ্য বিভাগের হাল কে ধরছেন তা নিয়ে চলতে থাকে আলোচনা। অবশেষে বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় ঢাকা মেডিকেলের সার্জারি বিভাগের অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে মহাপরিচালক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার