
প্রকাশ: ২০২০-০৭-২৭ ০৯:২৯:১৩ || আপডেট: ২০২০-০৭-২৭ ০৯:২৯:১৩
জানা গেছে বেজিং নাকি এই ড্রোন ইয়েমেন ও লিবিয়ার গৃহ যু’ দ্ধে’ ও পাঠিয়েছিল। এই যে চিনা ড্রোন আছে উইং লুং, সেটা কিন্তু ১০০০ কেজি পর্যন্ত বো’ মা বহন করত এপারে, আসলে এই ড্রোন নাকি সিপি ইসি ও গ্বদরের নিরাপত্তা স্বার্থে পাকিস্তানে পাঠানো হচ্ছে, তবে আমেরিকার নিষেধাজ্ঞার আওতায় নেই এই চিন বা পাকিস্তান, কারণ তারা কেউ এমসিটি আরের সদস্য না। চিন তার যে দাপাদাপি বাড়াচ্ছে সেটা দেখেই এখন অন্য সব দেশ একেবারে প্রস্তুত হয়েছে। কারণ ভারত মহাসাগরে চিনা এই ড্রোনের কারণেই আমেরিকা থেকে ভারতে আসছে প্রিডেটর বি।
এই ড্রোনের ক্ষমতা অন্য সব ড্রোনের থেকে অনেকটাই বেশী। কারণ এই ড্রোনের মধ্যে আছে ৪ টু হেল ফায়ার বো’ মা, ৫০০ পাউন্ড নিয়ন্ত্রন লেসার বো’ মা নিয়ে যেতে সক্ষম।আসলে এই প্রিডেট বি ড্রোনের দাম নাকি একেবারে যু’ দ্ধ’ বিমানের কাছাকাছি। তাই এবার সইদ্ধান্ত নেওয়া হয়েছে, হয়ত যু’ দ্ধ বিমানের সংখ্যা কমিয়ে দিয়ে ভারত ড্রোনের সংখ্যা বাড়াবে। জানা গেছে এই ড্রোন ৪২ টি স্কোয়াড্রনের মধ্যেই অন্তর্ভুক্ত করবে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।