
প্রকাশ: ২০২০-০৭-৩০ ১৫:৩৫:৪৩ || আপডেট: ২০২০-০৭-৩০ ১৫:৩৫:৪৩
রাজু দাশ,চকরিয়া▪
মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে চকরিয়া পৌরসভা যুবলীগের সহ সভাপতি ৪নং যুবলীগের সভাপতি সম্ভাব্য কাউন্সিল পদপ্রার্থী জমির উদ্দিন পৌরসভা নেতাকর্মী ও এলাকাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।
পৌরসভা ৪নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিল পদপ্রার্থী জমির উদ্দিন বলেন, আনন্দ খুশি আর ভালবাসার সমারোহ নিয়ে আমাদের মাঝে সমাগত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। তবে এবারের ঈদুল আজহা অন্যান্য ঈদের চেয়ে ব্যাতিক্রম। বিশ্বব্যাপি চলমান করোনা ভাইরাসের কারণে ঈদের আমেজ অনেকটাই বিলীন হয়েছে। ঈদের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। এবং সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল আযহার খুশি ভাগাভাগি করে নিই।
তিনি আরো বলেন, পবিত্র এদিনে প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা। এবং জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে থেকেই ঈদ উদযাপন করি। পবিত্র ঈদুল আয-হায় আমি এই কামনা করি।