
প্রকাশ: ২০২০-০৭-৩১ ১২:৫০:০৪ || আপডেট: ২০২০-০৭-৩১ ১২:৫২:০৭
উৎসর্গ ও ত্যাগের মহান শিক্ষা এবং উৎসবের আমেজ নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে পবিত্র ঈদুল আযহা। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কক্সবাজার জেলাবসীকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
এবারের কুরবানির হোক নতুন মাত্রায়
ত্যাগের শপথে ফের উজ্জীবিত হয়ে
এবারের কুরবানির হোক দৃঢ় অঙ্গীকার
দূনীতি কালোবাজারি পরিহার করে।
এবারের কুরবানির হোক শুধু নীরোগ পৃথিবীর
এবারের ঈদে ধরা হোক ছায়া সুনিবিড়
এবারের ঈদে করোনা হোক অবসান।
সমাজিক দূরত্ব বাজায় রেখে ঈদের আনন্দ ভাগাভাগি করি।
শুভেচ্ছান্তেঃ
তারিকুল ইসলাম শামীম
সভাপতি
বঙ্গবন্ধু ছাত্র-একতা পরিষদ কক্সবাজার জেলা শাখা।