
প্রকাশ: ২০২০-০৮-১০ ১৪:৩৫:১৯ || আপডেট: ২০২০-০৮-১০ ১৪:৩৫:১৯
সাগরবাণী ডেস্ক▪ কুতুবদিয়া পেকুয়া ও মহেশখালীসহ বিভিন্ন পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ অতন্দ্র’ পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বেহুন্দি ও কারেন্ট জাল জব্দ করেছে।
গত সোমবার (১০ জুলাই) বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহলরত জাহাজ “অতন্দ্র” পৃথক পৃথক অভিযানে মহেশখালী, পেকুয়া ও কুতুবদিয়াসহ বিভিন্ন পয়েন্টে থেকে মৎস্য সম্পদ ধ্বংসকারী ২৩টি অবৈধ বেহুন্দি জাল ও প্রায় ১৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন।
জব্দকৃত অবৈধ জালগুলো বাংলাদেশ নৌবাহিনীর “অতন্দ্র” জাহাজের অধিনায়ক এম শফিকুর রহমান উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলীর সাথে বলে, জালগুলো আলী আকবর ডেইল ঘাটে এনে আজ দুপুর ১২টায় নৌবাহিনীর লেঃ কমান্ডার কুতুবউদ্দিন, প্রতিনিধি লিফ মহিউদ্দীন কুতুবী ও নৌবাহিনীর সদস্যদের উপস্থিতিতে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।