
প্রকাশ: ২০২০-০৮-৩১ ১৫:৫১:৪৭ || আপডেট: ২০২০-০৮-৩১ ১৫:৫১:৪৭
টেকনাফ সংবাদদাতা:
টেকনাফের হোয়াইক্যং তেচ্ছিব্রিজ বাঘঘোনা এলাকায় জায়গা জমিনের জেরধরে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে এক বিধবা নারী ও তাঁর যুবতী মেয়েদের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়,তাদের নিজস্ব জমি সন্ত্রাসীরা দখলে নেয়ার চেষ্টা করছে অনেক দিন ধরে। সামাজিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে সন্ত্রাসীরা জমিন দখলে নিতে না পারায়, তাদের উপর ক্ষুদ্ধ হয়ে বিধবা নারীর যুবতী মেয়েদের শ্লীলতাহানি করার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। মেয়েরদের ইজ্জত রক্ষার্থে বিধবা মহিলা সন্ত্রাসীদের বারণ করতে চাইলে, সন্ত্রাসীদল অতিক্ষুদ্ধ হয়ে বিধবা মহিলা, তার ছেলে ইবরাহীম ও যুবতী মেয়েদের উপর মধ্যযুগীয় নির্যাতন করেছে বলে জানান।
একি এলাকার বাসিন্দা শাহ আলম এবং মো:আলমের নেতৃত্বে বিধবা মহিলাসহ তার যুবতী মেয়েদের উপর এমন সন্ত্রাসী নির্যাতন চালায় বলে জানান ভুক্তভোগী পরিবার।
নির্যাতনকারী সন্ত্রাসীরা হলেন, ভুলুমিয়ার পুত্র লালু, বাদশা মিয়ার পুত্র জাহাঙ্গীর, শামশুল আলম,জানে আলম,আবছার, বাদশাসহ সকলে বিধবা পরিবারের উপর বর্বর নির্যাতান চালায়।
ঘটনার বিষয়ে শাহ আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি জানান আমি একজন এলাকার সর্দার; একটি স্বার্থনেশি মহল আমার মানহানীর চক্রান্ত করছে এবং আমি ঐ ঘটনা সম্পর্কে কিছুই জানিনা। এব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল এর কাছে জানতে চাইলে, তিনি বলেন,অভিযোগ পেলে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিবেন।