
প্রকাশ: ২০২০-১০-২৯ ১১:১৩:৫৬ || আপডেট: ২০২০-১০-২৯ ১১:১৫:১৭
পত্রে উল্লেখ করা হয়েছে কক্সবাজার রেডক্রিসেন্ট ইউনিটে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের ফলে পুরাতন কার্যনির্বাহী কমিটি ও সদ্য গঠিত কার্যনির্বাহী কমিটির মাঝে এক ধরণের উত্তেজনা বিরাজ করছে। উভয়পক্ষের উত্তেজনা ও ক্ষোভকে কেন্দ্র করে যে কোন সময় কক্সবাজার রেডক্রিসেন্ট ইউনিটের অফিস প্রাঙ্গনে বিশৃঙ্খলা বা অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে মর্মে নতুন গঠিত কমিটির পক্ষ থেকে সেক্রেটারী জানিয়েছেন। প্রাক্তন কমিটির আচরণের ফলে কক্সবাজার রেডক্রিসেন্ট ইউনিটের সকল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এক ধরণের আতংক বিরাজ করছে। এছাড়াও তাদের এরূপ আচার-আচরণের কারণে বর্তমানে এডহক কমিটির দৈনন্দিন সেবামূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে ও তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। উল্লেখ্য যে, বর্তমানে কক্সবাজার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আওতাধীন মায়ানমার হতে বিতাড়িত জনগণের সেবা কার্যক্রমে পপুলেশন মুভমেন্ট অপারেশন (পিএমও), এম আর আরও সহ বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে।